আনিস খান হত্যা: SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: আনিস খান হত্যাকাণ্ডে SIT গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও ডিজির নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান “দোষী হলে আমিও শাস্তি পাব। দোষীদের রেয়াত করা হবে না।” থাকবে সিআইডিও। ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

    সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান “অনেকে এখন অনেক কথা বলছেন। কিন্তু ওঁরা জানেন না, আনিস আমাদের লোক ছিল। আমার সঙ্গেও যোগাযোগ ছিল। নির্বাচনে আমাদের অনেক সাহায্য করেছিল। দোষীদের উপযুক্ত শাস্তি হবে। কেউ ছাড় পাবেন না।”