ডি ওয়াই এফ আই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে বরিবার আয়োজিত হয় যুবতী কনভেনশন

জলপাইগুড়ি: ডি ওয়াই এফ আই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে বরিবার আয়োজিত হয় যুবতী কনভেনশন। কোভিড বিধি মেনে যুবতী কনভেনশনে আয়োজন করে ডিওয়াইএফআই শহর লোকাল কমিটি।উদ্যোক্তাদের পক্ষ থেকে আলাদা করে মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবস্থা রাখা হয়েছিল।

    স্থানীয় এবিপিটিএ হলে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবতী দের নিয়ে অনুষ্ঠিত এই কনভেনশনে সোহিনী রায়, সময়িকা মজুমদার, কোয়েলের রাহা কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী কনভেনশন পরিচালনা করেন। কনভেনশনে নারী শিক্ষা , কন্যাভ্রুন হত্যা , পণপ্রথা , নারী নির্যাতন,কর্মক্ষেত্রে নারীদের সমানাধিকার , লিঙ্গ বৈষম্য,নারী স্বাস্থ্য, কর্মক্ষেত্রে যুবতীদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ নারী ও যুবতীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে শক্তিশালী যুবতী সংগঠন গড়ে তোলার ডাক দেন যুব নেতৃবৃন্দ। ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সমস্ত সদস্য এবং জেলা কমিটি র পক্ষ থেকে জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কনভেনশনে। কনভেনশন এ বক্তব্য রাখেন সংগঠন এর জেলা সম্পাদক প্রদীপ দে এবং সদর ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি যুবনেত্রী রাখী বর্মন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুবক-যুবতী যখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন। সেখানে ডিওয়াইএফআই এর মতন বিপ্লবী যুব সংগঠনে যুবক-যুবতী নির্বিশেষে বৃহত্তর যুব সমাজের মধ্যে ডিওয়াইএফআইয়ের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে আরও বেশিসংখ্যক যুবতীদের সংগঠনে অন্তর্ভুক্ত করে আগামী দিনের বৃহত্তর সংগ্রামের পথ প্রশস্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। কনভেনশনে থেকে সোহিনী রায় ও পৌলোমী মুখার্জিকে কনভেনার করে ১৯ জনের ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির যুবতী টিম গঠিত হয়। কনভেনশন থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে শহরের বিভিন্ন ওয়ার্ডে আরও বেশিসংখ্যক যুবতীদের ঐক্যবদ্ধ করে পৌরসভার যে সমস্ত ট্রেনিং সহ বিভিন্ন প্রকল্প তৃণমূল পরিচালিত পৌরবোর্ড নিজেদের দলের লোকদের জন্য কুক্ষিগত করে রেখেছে, আগামী দিনে সেই সমস্ত প্রকল্প,ট্রেনিংয়ে শহরের ২৫ টি ওয়ার্ডের অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে থাকা সমস্ত যুবতীদের যুক্ত করার দাবি উঠে আসে এই কনভেনশন থেকে।