ভোট পিছিয়ে গেছে তবুও প্রচারে জোর দিচ্ছেন শ্রাবনী দত্ত

শিলিগুড়ি: এবারে প্রচারে জোর দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।ভোট পিছিয়ে গেছে প্রায় কয়েক সপ্তাহ হল,তবে ঘরে বসে সময় নষ্ট করতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।যাদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের 14নং ওয়ার্ডের প্রার্থী শ্রাবনী দত্ত।গতবারের ভোটে জয়ী এই কাউন্সিলার এবারও তিনি এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করতে চান।অবশ্য মিষ্টিভাষী এবং সৎ বলে সুনাম আছে শিলিগুড়ির 14নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারের,প্রবাদ আছে বিরোধী দলের কর্মীরাও পছন্দ করেন এই কাউন্সিলারকে।

    ভোট পিছিয়ে যাওয়ার কারনে হতাশ তিনি,জানিয়ে দিলেন আমি একেবারে তেরী হয়ে নেমেছিলাম।আমার ওয়ার্ডের ষ্কুটিনীর কাজও প্রায় শেষ,নাম লিখে দেবার সময় হয়ে গেল এই ঘটনা ঘটে গেল।ভোট পিছিয়ে যাওয়ায় আমার সবচাইতে বেশী সমস্যা তৈরী হল।কারন আমার সমর্থকেরা বেশী।তারাও সবকিছু ফেলে দিয়ে বাড়ির সমস্ত কাজ ফেলে দিয়ে কাজ করে যাচ্ছে,এই ভোট পিছিয়ে দেওয়ায় তারাও উৎসাহ হারিয়ে ফেলল।এই ভোট পিছিয়ে যাওয়ায় সবচাইতে অসুবিধায় পড়লাম আমি। তবুও আমি আবার চেষ্টা করছি জোরকদমে প্রচার শুরু করে দিতে,যাতে আমাদের নির্বাচনের আগে কোন অসুবিধায় পড়তে না হয়।এই কোভিড পরিস্থিতিতে আমি যতটা পারি সাবধান হয়ে প্রচারের চেষ্টা করছি,যাতে আমরা সবাই সাবধানে সুস্থ থাকতে পারি,জানালেন শ্রাবনী দত্ত।