“সব হিসেব হবে” শাহকে পাল্টা হুংকার মমতার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: একদিকে ধর্মতলায়, বিজেপি কর্মীদের নিয়ে, প্রতিবাদ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে পরাজিত করার চ্যালেঞ্জ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার অন্যদিকে, মানুষের উপর অত্যাচারের হিসেব নেবেন বলে হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নেতাদের বিবাদ মেটানোর বার্তা ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও মুখ খুললেন তিনি।

    এদিন অমিত শাহের অভিযোগের প্রতিবাদ জানাতে বিধানসভায় কালো পার দেওয়া শাড়ি পড়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নন, বিধায়করাও পড়েছিলেন কালো পোশাক। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি সব কিনে নিয়েছে। ১০০ দিনের কাজ। আবাস যোজনা, রাস্তার কাজের টাকা দেয়নি। জিএসটির নামে কর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। ভোটের সময় এবং ভোটের পরে সন্ত্রাসের অভিযোগ তুলে দল পাঠায় বিজেপি। তৃণমূল কংগ্রেস বিধায়কদের বাড়িতে ইডি–সিবিআই পাঠানো হচ্ছে। তোমরা যখন ক্ষমতায় থাকবে না, তখন মানুষের উপর অত্যাচারের সব হিসেব হবে।”

    এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে দেওয়া টাকার উৎস সম্পর্কে তিনি বলেন, “আমার দলের সাংসদেরা প্রত্যেকে এক লক্ষ টাকা করে দিয়েছেন। নিজেদের বেতন থেকে তাঁরা ওই টাকা দিয়েছেন। দিল্লিতে যে তিন হাজার মানুষ অভিষেকের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের বকেয়া সেই টাকা দিয়ে মেটানো হচ্ছে।”