|
---|
দেবজিৎ মুখার্জী, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে ফের সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ধর্ম তলায় বিজেপির প্রতিবাদ সভা থেকে তিনি দাবি করলেন, এই আইন গোটা দেশের আইন যার প্রতিবাদ করতে পারবে না তৃণমূল কংগ্রেস।
শাহ বললেন, “সিএএ কেন্দ্রের আইন। রাজ্য চেষ্টা করলেও সেটা আটকাতে পারবে না।” এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশের উস্কানির অভিযোগ তুলে তিনি বলেন, “রাজ্যে অনুপ্রবেশে উসকানি দিচ্ছে তৃণমূল। সেকারণেই সিএএ কার্যকর করতে চান না মমতা। এই দেশের একজন হিন্দু নাগরিকের যতটা অধিকার। শরণার্থীদের অধিকারও ঠিক ততটাই।”