নিউ ব্যারাকপুরে বাম সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নতুন গতি নিউজ ডেস্ক: নিউ ব্যারাকপুরে বাম সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

    জানা যায় গতকাল দুপুরে নিউ ব্যারাকপুরের ১০ নম্বর ওয়ার্ডের আচার্য জগদীশচন্দ্র বসু রোডে এক প্রাক্তন সিপিএম নেতার বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করেন এবং গাড়িতেও ভাঙচুর চালায়। এছাড়াও বাড়িতে মহিলাদের লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।

    নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ বিষয়টি স্বীকার করতে চাইছেনা বলে অভিযোগ বাম সমর্থকের।

    যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে।