|
---|
নিজস্ব সংবাদদাতা :কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হল শিলিগুড়ির 46নং ওয়ার্ডে। জেলা সভাপতি পাপিয়া ঘোষের উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদেরকে হাতে তুলে দেওয়া হল ব্যাগ এবং কেকের প্যাকেট। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন জানালেন জেলা সভাপতি।প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আগামী ভবিষ্যতের জন্য অভিনন্দন জানিয়ে জেলা সভাপতি জানান মা বাবা অনেক কষ্ট করে তোমাদের পড়াশোনা করিয়ে চলেছেন। বিনিময়ে তারা কিছুই চান না চান শুধুমাত্র তোমাদের সাফল্য।তোমরা যদি জীবনে সফলতা পাও তবেই তারা তাদের প্রকৃত পুরষ্কার পাবেন। তোমরা সেইভাবে জীবনের পথে এগিয়ে চলো। আমাদের সাধ্যমত আমরা তোমাদের সাহায্য করে যাব। তবে তোমাদের এখন একটাই কাজ ঠিকভাবে পড়াশোনা করে একটা দিক বেছে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলা। এখন প্রচণ্ড কঠিন প্রতিযোগিতা চারিদিকে প্রচুর কৃতি ছাত্রছাত্রী ভালো ফলাফল করে এগিয়ে চলেছে।তাই সবার লক্ষ একটাই হওয়া উচিত প্রতিষ্ঠা পাওয়া।জেলা সভাপতি নিজেই সবার হাতে ব্যাগ এবং কেকের প্যাকেট তুলে দেন।