মৃনাল সেন এবং সলিল চৌধুরীর শতবর্ষ পালন শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা :মৃণাল সেন, সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটির তরফে আগামী ২১ ও ২২শে জুন দুদিন ব্যাপী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নানাবিধ সংগীত- নৃত্য আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উদযাপন কমিটির সদস্যরা।

     

     

    জানা গিয়েছে, বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনে শিলিগুড়ির ৩০টির বেশী গানের দল, বাদ্য যন্ত্রের দল, নৃত্য সংস্থা, আবৃত্তি সংস্থার দ্বারা অনুষ্ঠিত পরিবেশিত হবে।

     

    পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি দল, শিলিগুড়ি এই উৎসবে অংশগ্রহন করবে। জানা গেছে মৃনাল সেন এবং অন্যান্য নামকরা লেখকদের দ্বারা পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হবে এখান থেকেই। দেখানো হবে তাদের দ্বারা পরিচালিত চলচ্চিত্র এবং ডকুমেন্টারি সিনেমা। আসবেন কলকাতা থেকে আগত বিভিন্ন কলাকূশলী এবং অভিনেতা অভিনেত্রীরা।

     

    শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্ত।