|
---|
নিজস্ব সংবাদদাতা : দিনে দুপুরে ফিল্মে কায়দাতে অপহরণের চেষ্টা কিশোরকে, নিজের উপস্থিত বুদ্ধির সহায়তাতে অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচে কিশোর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের গোমরা গ্রামে।
ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে দিনে দুপুরে কয়েকজন দুষ্কৃতি এক কিশোরকে মুখে রুমাল দিয়ে বেহুশ করে অপহরণ করবার চেষ্টা করো। ওই কিশোরের পরিবার সূত্রে জানানো হয়েছে মাসির বাড়িতে এসেছিল কিশোর। দুপুরবেলা মাসির বাড়ির পাশে অবস্থিত একটি চায়ের দোকানে গেলে, সেখানে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে মুখে রুমাল দিয়ে বেহুশ করে টোটোর মধ্যে উঠে নিয়ে পালানোর চেষ্টা করে। কিছু পড়ে কিশোরের জ্ঞান আসে, এরপর সে অপহরণকারীদের চোখে ফাঁকি দিয়ে টোটো থেকে নেমে পালায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পুলিশকে সমস্ত ঘটনা জানায়। সেই মুহূর্তের মধ্যে অপহরণকারিরা জায়গা থেকে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।