|
---|
দক্ষিণ ২৪ পরগনা: বড় সাফল্য ক্যানিং থানা পুলিশের। ভেস্তে দেয় ডাকাতির ছক। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র-সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে তালদি বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সোনার দোকানে ডাকাতি উদ্দেশে পিক আপ ভ্যানে আসে ৭-৮ জন দুষ্কৃতী। পিক আপ ভ্যানে ক্যানিংয়ে এসেছিল তারা। তালদি বাজার এলাকা থেকে হাতেনাতে ধরা হয় দলের দু’জনকে। বাকিরা পালিয়ে যায়।
দুজনের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ২টি ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা মগরাহাটের বাসিন্দাI বাকিদের তল্লাশি শুরু করেছে ক্যানিং থানা পুলিশ।