বিপন্মুক্ত হয় ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জখম ভারতীয় পড়ুয়া

নতুন গতি নিউজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় পড়ুয়া।

    স্থানীয় হাসপাতালে সেই গুলি বের করার পর আপাতত বিপন্মুক্ত তিনি। দিল্লির কাছে ছতরপুরের ছেলে হরজোত হাসপাতাল থেকেই বললেন, কিয়েভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরেও কোনও পরিষ্কার সাড়া পাননি। তিনি বলেন, ‘বুলেট আমার কাঁধের দিক থেকে ঢুকেছিল। ওরা আমার বুক থেকে বের করেছে। আমার পা ভেঙে গেছে। আমি আধিকারিকদের বার বার ফোন করতে থাকি। লিভে নিয়ে যাওয়ার জন্য কিছু সুবিধা চেয়েছিলাম। কিন্তু কেউ যোগাযোগ করেননি। একমাত্র এনডিটিভি যোগাযোগ করেছে। এখন গোটা দুনিয়া জানবে বাস্তবে কী ঘটছে।’

    বন্ধুদের সঙ্গে গাড়ি করে সীমান্তের দিকে যাচ্ছিলেন হরজোত। উদ্দেশ্য ছিল কোনওভাবে কিয়েভ থেকে পালিয়ে লিভের দিকে যাওয়ার। সেই সময় তাঁর গুলি লাগে। তিনি বললেন, ‘আমার পা ভাঙা। দূতাবাসের লোকজনের সঙ্গে যোগাযোগ করে আমায় লিভে নিয়ে যাওয়ার অনুরধ করেছিলাম। কিছু ভুয়ো মন্তব্য ছাড়া আর কিছুই পাইনি। আরও অনেক হরজোত এখনও কিয়েভে আটকে রয়েছে।’ ‘আমার একমাত্র বার্তা হল, যা ঘটেছে তাকে বদলানো যাবে না। ভাল কিছুর জন্য আশা করতে পারি। মানুষ আমাকে এনডিটিভি-র মাধ্যমে দেখেছেন। সবার জানা উচিত বাস্তবটা কী, ওখানে কী ঘটছে।’