|
---|
রায়দিঘী:নুরউদ্দিন: ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা রায়দিঘী বিধানসভার বামনেরচক ১২৭ নম্বর বুথে, আহত বিজেপির বুথ সভাপতি দেবাশীষ হালদার, জানা যায় রায়দিঘী বিধানসভার খাড়া-পাড়া থেকে বাড়ি ফিরছিলেন বুথ সভাপতি দেবাশীষ হালদার, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, আহত বুথ সভাপতি দেবাশীষ হালদার কে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
বুথ সভাপতি দেবাশিস হালদারের অভিযোগ আমি যখন খাড়া-পাড়া বাজার থেকে আমার বাড়িতে ফিরি সেই সময় তৃণমূলের কর্মী সমর্থনরা ঘিরে ধরে তাদের অভিযোগ,, আমি বিজেপি করি বলে, সেই সেখানে আমাকে বেধড়ক মারধর করেছে তৃণমূল সমর্থকরা। অন্যদিকে,, রায়দিঘী থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপির বুথ সভাপতি দেবাশীষ হালদার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়,
আরেকদিকে এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জানিয়েছেন নিজেদের মধ্যে টিকিট ভাগ বাটোয়া নিয়ে গন্ডগোল করে তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছে বিজেপি।
তবে ইতিমধ্যে রায়দিঘী থানার পুলিশ এই ঘটনাকে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।
রায়দিঘী থেকে নুরউদ্দিন এর রিপোর্ট নতুন গতি