নেদারল্যান্ডের কাছে কোন রকমে মান রক্ষা শ্রীলংকার

নিজস্ব সংবাদদাতা :নেদারল্যান্ডের কাছে কোনো রকমে মান রক্ষা করল শ্রীলংকা। আইসিসি বিশ্বকাপ কোয়ালিফাই পর্যায়ে নেদারল্যান্ডের কাছে হারতে হারতে বেঁচে গেল শ্রীলংকা।

     

    প্রথমে ব্যাট করতে নামে শুরু থেকেই নেদারল্যান্ডের বোলারদের সামনে অসহায় দেখাচ্ছিল শ্রীলংকান ব্যাটসম্যানদের। এরপরে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে যায় লঙ্কার ব্যাটসম্যানরা। হাল ধরেন ধনঞ্জয় ডিসিলভা। ৯৩ রানের একটি অসাধারণ তিনি। ধনঞ্জয়ের ডিসিলভার ইনিংসের কারণে শ্রীলংকা ২১৩ রান করতে সক্ষম হয়।

     

     

    এরপর নেদারল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় তারা। তবে তৃতীয় উইকেটের পার্টনারশিপে শক্ত প্রতিরোধ গড়ে তোলে নেদারল্যান্ড। তবে হাসা রাঙ্গাদের বোলিং এর দাপটে সেই প্রতিরোধ খুব একটা কার্যকর হয়নি। ১৯২ রানের থেমে যায় নেদারল্যান্ড মান রক্ষা পায় শ্রীলংকার।