|
---|
নিজস্ব সংবাদদাতা : আমার কিছুই বলার নেই। সৌরভের অপসারনে একেবারেই খোলামেলা ঋদ্বিমান সাহা। যে ঋদ্বি অভিমান করে এবং কিছুটা সৌরভের উপরে অভিমান করেই বাংলা ছাড়লেন তার কাছ থেকে ভালো উত্তর যে পাওয়া যাবে না এটাই তো স্বাভাবিক। পাপলি এখন শিলিগুড়িতে।ত্রিপুরাতে ক্রিকেট শুরু হতে হতে আরো এক থেকে দেড় মাস,তাই এখন শিলিগুড়িতেই কিছুদিন কাটাবেন ঋদ্বি। তিনি গতকাল সৌরভের বিষয় নিয়ে কথা জিঞ্জাসা করতেই জানালেন আমি এখন অনেক অনেক দুরে এইসব থেকে। যা ঘটেছে যা হয়েছে সব তাদের ব্যাপার আমার এর মধ্যে কিছুই করবার নেই। আমি এখন ত্রিপুরার ক্রিকেটার তাই আমার কাজই হল ক্রিকেট খেলে যাওয়া। বিতর্ক থেকে আমি দুরেই থাকতে চাই। ঋদ্বি আরো জানালেন তিনি এখনো দু তিন বছর ক্রিকেট খেলতে চান,তাই শুধুমাত্র ক্রিকেট নিয়েই তার চলা বলে জানিয়ে দিলেন তিনি। পাপলি এখন শিলিগুড়ির অগ্রগামীতে প্রাকটিস করে যাবেন বলেই জানিয়েছেন। ত্রিপুরাতে অন্য ধরনের পরিবেশ তাই একটু আলাদা করেই অনুশীলন করছেন শিলিগুড়ির পাপলি। বাংলার জন্য মন খারাপ লাগবে না? জিঞ্জাসা করলে ঋদ্বি জানালেন তা তো হবেই,কিন্তুু আমাকে তো খেলে যেতেই হবে।তাই আমি খেলে যেতে চাই জানালেন অভিমানী কিন্তুু আত্মবিশ্বাসী ঋদ্বিমান সাহা।