|
---|
নিজস্ব সংবাদদাতা : মহিলা এশিয়া কাপ ক্রিকেটের দুর্দান্তভাবে ভারত অভিযান শুরু করল, শনিবার শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ভারত ১৫০ রান তোলে , এরপর শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল। ভারতীয় বোলিং লাইনআপের কাছে সেভাবে কোন শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারিনি। দীপ্তি শর্মা দের বোলিংয়ের সামনে কার যত অসহায় দেখাচ্ছিল শ্রীলংকান ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত মাত্র ১০৯ রানতে তুলতে সক্ষম তারা। বড় ব্যবধানে জয় পেয়ে স্বাভাবিকভাবে খুশি ভারতীয় মহিলা ক্রিকেট দল।