মিতালী এক্সপ্রেস হাউসফুল, দার্জিলিঙে নেমেছে বাংলাদেশী পর্যটকদের ঢল!

 

    নিজস্ব সংবাদদাতা: পুজোর ছুটি পড়ে গিয়েছে, এখন বাড়িতে অনেকেই থাকতে চাইছেন না। এবারে দার্জিলিংয়ে রেকর্ড সংখ্যক পর্যটক -এর আবহন হয়েছে। আগত পর্যটকদের মধ্যে বেশ কিছু সংখ্যক বাংলাদেশের পর্যটক রয়েছে। শুধু দার্জিলিং নয় বাংলাদেশ থেকে আগত পর্যটকরা কার্শিয়াং কালিম্পং ডুয়ার্স এলাকায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। তারা চাইছেন মনের আনন্দে দুটো দিন সীমান্ত পেরিয়ে পাহাড় ও ডুয়ার্সের স্বাদ নিয়ে ফিরে যেতে।

    শুক্রবার দিন মিতালী এক্সপ্রেস ছিল হাউসফুল, ৩৯৭ জন যাত্রী নিয়ে মিতালী এক্সপ্রেস সীমান্ত পেরিয়ে আসে। এর আগে একসঙ্গে এত সংখ্যক যাত্রী হয়নি মিতালী এক্সপ্রেসে। মিতালী এক্সপ্রেসের গড়যাত্রী থাকে ১০০ থেকে ২০০ এর মধ্যে। তবে শুক্রবার দিন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে হাউসফুল হয়ে যায় মিতালী এক্সপ্রেস।