গাজোল পড়ুয়াদের সংগঠন “স্টুডেন্ট গ্রুপ” এর সাফাই অভিযান

মালদা, ১৮ ফেব্রুয়ারি: গাজোল পড়ুয়াদের সংগঠন “স্টুডেন্ট গ্রুপ” সাফাই অভিযান চালালো। শুক্রবার সকাল থেকেই গাজোল ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই স্টুডেন্ট গ্রুপ তৈরি করি শহর সাফাই অভিযানে সামিল হন। রাস্তায় জমা জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি নিকাশি নালা থেকেও নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ জমে থাকা সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজে হাত বাড়িয়ে দেয় এই স্টুডেন্ট সংগঠন।

    এই সংগঠনটির সদস্যদের বক্তব্য, গাজোল শহরটি ধীরে ধীরে বাড়ছে। তার সঙ্গে বাড়ছে জনসংখ্যা। গাজোল শহরকে পুরসভার হিসাবে গড়ে তোলার দাবি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। রাজ্য সরকার সে ব্যাপারে মতামত দিয়েছে । আর গাজোল শহরের চতুর্দিকে বাজার, হাট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু পরিচ্ছন্নতার দিক দিয়েও উদাসীন রয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত। তাই সপ্তাহে এবং মাসে একদিন করে গাজোল স্টুডেন্ট গ্রুপ এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।