|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: মালদহের চাঁচল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত হল চাঁচল জোনাল ২০১৯ বর্ষের বার্ষিক ক্রীড়া উৎসব জানা যায়, এদিন জোনাল ক্রীড়া উৎসবে চাঁচল , খরবা ১ ও ২ এই ৩টি চক্রের প্রায় ১৯০ টি প্রাথমিক শিক্ষাকেন্দ্রের ১৭০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় ইভেন্ট ছিল ২৭টি । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া উৎসবের সূচনা করেন আয়োজকরা। উল্লেখ্য, এই ক্রীড়া উৎসব উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি, সবুজায়নের লক্ষ্যে স্টেডিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আয়োজকরা। ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁচলের মহকুমা শাসক সব্যসাচী রায়, চাঁচল -১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী ডাঃ মোয়াজ্জেম হোসেন, মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।
ক্রীড়া আয়োজক চক্রের রাজেশ রায় বলেন, তিনটি চক্র মিলিয়ে এদিন চাঁচল জোনাল শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেসব প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে প্রথম হয়েছে তারা জেলা স্তরে অংশ নেবে।