|
---|
নতুন গতি: ফের বড়সড় রেল দুর্ঘটনা। এবার অসমে। লাইনচ্যুত হয়ে গেল সাতটি বগি। রবিবার সকালে অসমের ডিব্রুগড়ের নাহারকাটিয়ায় এই রেল দুর্ঘটনা ঘটেছে।
রেল সূত্রে জানা গিয়েছে, নাহারকাটা ও বাহধারি রেল স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে। মালগাড়িটি গুয়াহাটির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় রেলের আধিকারিকরা। দ্রুত রেল পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
এদিন সকালে ডাল নিয়ে মালগাড়িটি গুয়াহাটির দিকে যাচ্ছিল। আচমকা লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। যদিও হতাহতের কোনও খবর নেই। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ওই লাইনের সব ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে। বগি সরানোর কাজ চলছে।