কৃতি ছাত্রকে সংবর্ধনা মাদ্রাসা শিক্ষক সংগঠনের

কৃতি ছাত্রকে সংবর্ধনা মাদ্রাসা শিক্ষক সংগঠনের

    বিশেষ প্রতিবেদন, হাড়োয়া:  সর্ব ভারতীয় ডাক্তারী পরীক্ষা দি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্টার্স (নিট) ২০২১,  উঃ চব্বিশ পরগনা জেলার মুখ উজ্জ্বল করলো হাড়োয়া বিধানসভা এলাকার সোন্দালিয়া গ্ৰামের মাদ্রাসার শিক্ষক হবিবার মোল্লার সুযোগ্য পুত্র মোঃ নেবরাস বিন হাবিব।  রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে পাশ করে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে,  গ্ৰামের মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার আশা ব্যক্ত করেন শিক্ষানবিশ ডাক্তার হাবিব।
    উল্লেখ্য ,  বছরের প্রত্যেকটি সময়েই সামাজিক,  রাজনৈতিক, অনুষ্ঠান সম্পন্ন করে থাকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন।  সেই রেশ ধরেই বুধবার সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে শিক্ষকরা মানপত্র, ফুল, মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান সদ্য ডাক্তারী প্রবেশিকায় উত্তর্ণী নেবরাস হাবিবকে। শুভেচ্ছা জানিয়ে সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ জানায় , এইরকম ছেলে যত সংখ্যক গ্ৰামগঞ্জ উঠে আসবে ততই সমাজের পক্ষ সুখকর। তিনি আরও জানান , যে  রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি যেভাবে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে তারই ফলশ্রুতিতে মফস্ফল থেকে উঠে আসছে।  সংবর্ধনা জ্ঞাপনে ছিলেন কার্যকরী সভাপতি তথা মুরারিশা আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নূরুল হক বৈদ্য, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, অধ্যাপক তৌসিফ ইকবাল, জেলার অন্যতম সংগঠক সওকাত হোসেন পিয়াদা, সফিয়ার মন্ডল, সফিকুল ইসলাম, সুশান্ত মন্ডল সহ অন্যান্যরা।