|
---|
সিউড়ি, বীরভূম: “মহাপ্রভুর মালঞ্চ ময়নাডাল ও নৃসিংহ শ্রীপাট ” বইটির জন্য সাহিত্য সন্মান ২০২২পেলেন শ্রী প্রদীপ কুমার দাস ক্ষেত্র গবেষক , কবি , লেখক হিসাবে উঠে আশা একটি নতুন নাম যা আশার আলো দেখাচ্ছে আগামী কে।
Asian Press B টিম ও রুপ চক্রবর্তী মহাশয়ের ব্যাবস্থাপনায় রবীন্দ্র তীর্থ নিউ টাউন কলিকাতা অডিটোরিয়ামের ভরা মঞ্চে এক মনোহরণ করা পরিবেশের মধ্যে দিয়ে বেশ কিছু গুনি লেখক কে এই সন্মান সর্বভারতীয় ভাবে প্রদান করলো Asian Press B। মহাপ্রভুর মালঞ্চ ময়নাডাল ও নৃসিংহ শ্রীপাট বইটি বৈষ্ণব মাইথোলজির উপর লেখা। বইটিতে উল্লেখিত হয়েছে ময়নাডাল,ময়নাডালের কীর্তন সম্প্রদায়ের কথকথা,রাঢ় বীরভূমে চৈতন্য মহাপ্রভুর পদচারণ সমন্ধে সঠিকভাবে তথ্যনির্ভর আলোচনা সহ তৎকালীন বৈষ্ণব সম্প্রদায় সমন্ধে আলোকপাত করেছে।এছাড়াও চৈতন্য দেবের পুরী হতে ঝাড়িখন্ডের মধ্যে দিয়ে বৃন্দাবন যাবার তথ্যনির্ভর পথের নির্দেশ দিয়েছে। লেখকের আগামী দিন ভালো হোক।