বৃষ্টি মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় মুর্শিদাবাদেও

হামিম হোসেন মণ্ডল, ন‌ওদা: মুর্শিদাবাদের বিভিন্ন জাগায় বৃষ্টির জন্য মসজিদে ঈদের জামাত হয়েছে। পাশপাশি বৃষ্টিতে ভিজে ঈদগাহতেও জামাত করতে দেখাগেছে। ন‌ওদার ঝাউবনা গ্রামের সেখ পাড়ায় রয়েছে ঝাউবনা সাবেক জুম্মা মসজিদ। বৃষ্টি ভিজে এই সমাজের ঈদের সালাত আদায় করা হল ঈদগাহতলায়।

    সকাল থেকে বৃষ্টি শুরু হলে আগের দিনের ঘোষণা পরিবর্তন করে ঠিক হয় মসজিদেই ঈদের নামাজ হবে। মসজিদের নামাজরত লোক ধারণ ক্ষমতা কম থাকায় দুটি পর্বে নামাজের ঘোষণা হয়, দুই ইমামের ইমামতিতে। তবে কিছু পরে ঝাউবনার এই সামজে পূর্বের ঘোষণা মতো ঈদগাহে জামাতের স্থান স্থির হয়। রীতিমতো বৃষ্টিতে ভিজে ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন এবং ছাতা মুড়ি দিয়ে খুতবাহ শুনলেন মুসুল্লিরা। অন্যদিকে, কিছু কিছু সমাজে দুই-তিন ভাগে মসজিদেই জামাত করা হয়।