|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,তেহট্ট: নদীয়ার পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস সাহার বাড়ির চুরির কিনারা করল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। পুলিশ সূত্রে খবর তৃণমূল বিধায়কের ভাইপো সায়ক সাহা সেদিনের চুরির ঘটনায় জড়িত। প্রসঙ্গত গভীর রাতে পলাশীপাড়ার বিধায়ক তাপস সাহার বাড়িতে আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটে।
ঘটনার পরই তদন্তে নেমেছিল পুলিশ। ঘটনার দুদিনের মাথায় চুরির কিনারা করলো তেহট্ট থানার পুলিশ বেতাই বাজারে বাড়ি থেকে বিধায়ক তাপস সাহার ভাইপো সায়ক সাহাকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার চুরি চাওয়া টাকা। ওই ঘটনায় আর কেও যুক্ত আছে সেই ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।