|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ইতিপূর্বে বেশ কিছু চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এলাকায় নজির স্থাপন করেন দুবরাজপুর থানার পুলিশ।সেই ঘটনার পর ফের বড়সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের।
বীরভূমের দুবরাজপুর থানার পুলিশের কাছে খবর ছিল যে, মঙ্গলবার বীরভূমের সদাইপুর থানা এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইক দুবরাজপুর থানা এলাকার দিকে আসছে। সেই মোতাবেক দুবরাজপুর থানার পুলিশ ওৎপেতে থাকেন এবং সিসি টিভি ফুটেজ দেখে বাইক চোরকে চিহ্নিত করে ফেললেন।
ধৃত ব্যক্তি দুবরাজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনিমোহন দাস, পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয় চুরির কথা। দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্ৰামের একটি জঙ্গলের মধ্যে পুকুরে লতাপাতা জড়িয়ে লুকিয়ে রাখা ছিল ঐ মোটর বাইকটি। পুলিশ ধৃতকে সাথে নিয়ে গিয়ে বাইকটি সেখান থেকে উদ্ধার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া আরও ৮ টি বাইকের সন্ধান পায় পুলিশ। এদিন মোট ৯ টি বাইক উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগেও ৪২ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। ধৃত মনিমোহন দাসকে বুধবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।