|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- পুকুর পাড়ের গাছ বিক্রি বাবদ নিজস্ব পাওনা টাকা চাইতে গিয়ে বাধে বিপত্তি, আর তাতেই বেঘোরে ইটের আঘাতে প্রাণ গেলো এক ব্যক্তির।বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর পঞ্চায়েতের সেকুপুর নওপাড়া গ্ৰামে।
বিবরণে প্রকাশ, ঐ গ্রামের মধ্যে অবস্থিত পুকুরের পাড়ে একটি গাছ বাহাদুর বাউরীকে বিক্রি করে প্রতিবেশি মনোজ বাউরী। বুধবার বিকেলে সেই গাছ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাঁধে সংঘর্ষ ।ঝামেলার মুহূর্তে বাহাদুর বাউরী মনোজ বাউরীর মাথায় সজোরে আঘাত হানে ইঁট দিয়ে। আঘাতের জেরে সেখানেই মাটিতে পড়ে যায় মনোজ বাউরী। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ।
এদিকে গুরুতরভাবে আহত মনোজ বাউরীকে দুবরাজপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপরই ময়নাতদন্তের জন্য দেহটিকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাহাদুর বাউরী পলাতক। তাকে ধরবার জন্য খোঁজ চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ।