|
---|
আজিজুর রহমান,গলসি : ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত এর উদ্দ্যোগে জাঁকজমক ভাবে পালিত হল হুল দিবস। এদিন অঞ্চলের ভেঁপুর মেরুয়াল স্কুলের মাঠে আদিবাসীদের নিয়ে সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সিদু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সুচনা হয়। তারসাথে এলাকার আদিবাসীদের উৎসাহিত করতে বস্তা দৌড়, দৌড়, মিউজিক্যাল চেয়ার, জলভর্তী হাড়ি মাথায় দৌড়, হাঁড়ি ভাঁঙা, তীর নিক্ষেপ, ফুটবল সহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে প্রতিযোগিদের প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এলাকার বেশকিছু দুস্থর হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, গলসি গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন, গলসি থানার ওসি দীপঙ্কর সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি তথা আদিবাসী নেতা দেবু টুডু, পঞ্চায়েত প্রধান সুনীল সোরেন, উপপ্রধান সুবোধ ঘোষ, তৃণমূল নেতা অমর কুন্ডু, সাউথ আলম মল্লিক সহ অনেকে।