প্রাপ্ত বয়স্কদের জাপানী এনসেফেলাইয়েটিস টিকাকরন অভিযান, নভেম্বর ও ডিসেম্বর ,২০১৯ সৌজন্যে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার ।

শেখ আতিউল্লা , নতুন গতি , চন্ডিপুর ,পূর্ব মেদিনীপুর:–

    *জাপানী এনসেফেলাইয়েটিস একটি ভাইরাস ঘটিত মারণ রোগ

    *শুকর ও পাখী থেকে মসার কামড়ের মাধ্যমে এ ই রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।

    -*এই রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর হার ২৫-৫০ শতাংশ , প্রায় ৫০% মানুষ সুস্থ হবার পরেও শরীরে পঙ্গুত্ব ও নার্ভ জনিত সমস্যার শিকার হয় ।

    *যেহেতু শুকর ও মসা নির্মূল করা সম্ভব নয় , তাই এ ই রোগ প্রতিরোধের একমাত্র উপায় টিকাকরন।

    *জাপানী এনসেফেলাইয়েটিস টিকার কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

    বি:দ্রঃ- – গর্ভবতী মহিলা ও গুরতর অসুস্থতা বাদে ও ১৫-৬৫ বছরের মানুষের জন্য প্রযোজ্য