মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুবরাজপুরে বামফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর: আচ্ছে দিনের ভারতবর্ষে হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, একদিকে লকডাউনে সংসারে টান পড়েছে সাধারণ মানুষের তার উপর মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে নাজেহাল অবস্থা ভারতবাসীর। সারা দেশ জুড়ে বিরোধীরা পথে নেমেছে কেন্দ্র সরকারের এই খামখেয়ালিপনার বিরুদ্ধে। আজকে দুবরাজপুরে বামফ্রন্টের ডাকে বিক্ষোভ দেখান সেখানকার সাধারণ মানুষ।

    এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব কমরেড স্বপন মুখার্জি, কমরেড দেবী দাস বন্দোপাধ্যায়, কমরেড আলিমুদ্দিন, কমরেড সাধন ঘোষ, কমরেড ঘনশ্যাম ঘোষ। কমরেড স্বপন মুখার্জি জানান নির্বাচনের আগে বিজেপি সরকার 35 টাকা মূল্যে পেট্রোল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন সেই প্রতিশ্রুতি কোথায় গেল।কয়লা খনি থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থাকে নিলামে তোলার চক্রান্ত করছে কেন্দ্র সরকার তাই আমরা পথে নেমেছি।