দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:- ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর। গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় ক্লাবের পিকনিকের জন্য তাঁর কাছে ১৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। রাজি না হওয়ায় গতকাল রাতে তাঁর বাড়ি ভাঙচুর করে ক্লাবের সদস্যরা। ভাঙচুরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। চাঁদা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, ইদ উপলক্ষে মঙ্গলবার রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর লোহার রড, লাঠি এবং অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ী শেখ ইসমাইলের  বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ওই বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট পাটকেল ছোড়া হয়। বেশ কয়েকজন পাঁচিল টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।আক্রান্ত শেখ ইসমাইল জানিয়েছেন, তাঁর বাড়ি ভাঙচুরের পাশাপাশি দুই থেকে তিনটি বাইক এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। এমনকী তাঁদের  মেরে ফেলার হুমকি দেওয়া হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। তাঁর আরও অভিযোগ,  ক্লাবের দাবিমতো ১৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে। ওই ব্যবসায়ী পরে জগৎবল্লভপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুধবার সকালে ওই ব্যাবসায়ী পরিবার লিখিতভাবে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করে। তারা জানিয়েছেন গোটা পরিবার আতঙ্কে রয়েছেন। এদিকে অভিযুক্ত ক্লাবের সেক্রেটারি দাবি করেন তাঁরা কোন হামলা চালাননি এবং ওই পরিবারের থেকেও কোন চাঁদা চাওয়া হয়নি।এই ঘটনার পেছনে চাদার জুলুম নাকি পারিবারিক  বিবাদ, খতিয়ে দেখা হচ্ছে।