পলাশিপাড়ায় বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয় বাবা, মা ও বিবাহিত মেয়েকে

নিজস্ব প্রতিবেদক:-পলাশিপাড়ার (Palashipara) রানিনগরে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, বাড়ির সামনে পাথর ফেলা নিয়ে ধৃত কৃষ্ণ মণ্ডলের সঙ্গে মাসখানেক আগে গন্ডগোল হয় রাজোয়ার পরিবারের। সেইসময় অভিযুক্ত খুনের হুমকি দিয়েছিল বলে অভিযোগ।সেই শত্রুতা থেকেই গৃহকর্তা দমন রাজোয়ার ও তাঁর স্ত্রী, মেয়েকে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গতকাল রাতে বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পলাশিপাড়া থানার পুলিশ।সোমবার ভর সন্ধেয় মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে মেসের সামনে কুপিয়ে খুন করা হয় কলেজ ছাত্রীকে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই, নদিয়ার পলাশিপাড়ায় বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হল বাবা, মা ও বিবাহিত মেয়েকে।নদিয়ার (Nadia) পলাশিপাড়ায় বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয় বাবা, মা ও বিবাহিত মেয়েকে। শিশুদের সামনেই চলে হত্যাকাণ্ড! বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মধ্যবয়স্ক স্বামী-স্ত্রীকে!ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। পেশায় খেতমজুর ডোমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা রাজোয়ার এবং তাঁদের সেজ মেয়ে মালা মণ্ডল। স্বামী কর্মসূত্রে হরিয়ানায় থাকায়, তিন সন্তানকে নিয়ে মা-বাবার কাছেই থাকতেন মালা। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১১টা নাগাদ,  বাড়িতে চড়াও হয়ে তিনজনকে খুন করা হয়। নিহত মালা মণ্ডলের স্বামী বিধান মণ্ডল মঙ্গলবারই দাবি করেন,  রাত ১০টাতেও স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। তিনি কিছুই বুঝতে পারছেন না।  তবে পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল হয়েছিল পাথর ফেলা নিয়ে, খুনের পিছনে সেই রোষই কাজ করেছে কি না সন্দেহ হয় তাঁর। মঙ্গলবার ঘটনা স্থলে যান তেহট্টের SDPO। পুলিশ কুকুর নিয়েও চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদের জন্য এক প্রতিবেশীকে থানায় নিয়ে যায় পুলিশ।