|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা ঃ শিয়ালদা – ক্যানিং যাবার বারো বগির ক্যানিং মাতৃভূমি লোকালের চারটি বগি সাধারনের জন্য আর বাকি আটটি বগি মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। মহিলা কামরায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ এবং তা নিয়ন্ত্রনের জন্য মহিলা পুলিশও থাকেন। প্রতিদিন সকালে ও বিকালে প্রচণ্ড ভিড়ে প্রাণের ঝুঁকি নিয়ে পুরুষ নিত্য যাত্রীরা ওই চারটি বগিতে যাতায়াত করেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাই, মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরাগুলি ফাঁকাই থাকে। তবুও তাতে উঠতে পারেনা পুরুষ যাত্রীরা।
সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ জানায় যাত্রীরা ব্যেস্ত সময়ের ট্রেন গুলোতে সংরক্ষিত কামরা সংখ্যা কমিয়ে সব যাত্রীদের সুষ্ঠ ভাবে যাতায়াত ব্যেবস্থার দিকে নজরদারি করা হোক।