|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা ঃ প্রচন্ড দাবদহে নাজেহাল সকল দেশবাসী ৷ তারই মধ্যেই স্বস্তির বার্তা নিয়ে এল মোদি সরকার ৷ বাজারে সস্তার এসি নিয়ে আসছে মোদি সরকার প্রত্যেক বাড়িতে এসি পৌঁছে দেওয়ার জন্য ৷ মার্কেট প্রাইস থেকে ১৫ থেকে ২০ শতাংশ কম দামে সস্তায় এসি কেনার সুবিধা দেবে গ্রাহকদেরকে সরকার ৷ এই AC সরকারি সংস্থা EESL লঞ্চ করতে চলেছে ৷ এই এসির দাম আপনার বাজেটের মধ্যেই থাকবে ৷ পাশাপাশি এই এসি কম বিদ্যুৎ ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷
অনলাইনেও এই এসি কেনার সুবিধা রয়েছে ৷ পাশাপাশি এক্সচেঞ্চ অফারের সুবিধাও নিতে পারবেন ৷ এর জেরে আপনার বিদ্যুতের বিল প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ কম আসবে ৷ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সুবিধা নিয়ে আসবে সরকার ৷
অনলাইন বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এসি ৷ EESL জুলাই মাস থেকে গ্রাহকদের জন্য মার্কেটে লঞ্চ করতে চলেছে এসি ৷
সংস্থার পক্ষ থেকে জানাযায় জুলাই মাস থেকে সস্তায় এসি পেয়ে যাবেন গ্রাহকরা ৷ আগামী বছর পর্যন্ত ২ লক্ষ মানুষের কাছে এসি পৌঁছে দেওয়ার টার্গেট রেখেছে সংস্থা ৷ যাদের নামে ইলেক্ট্রিসিটি বিল রয়েছে কেবল তারাই এই এসি কিনতে পারবেন ৷