মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের,কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে

মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের,কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে

     

    আসিফ রনি ও আব্দুস সামাদ নতুন গতি,মুর্শিদাবাদ : সমাজে শিক্ষার বিস্তার ঘটাতে অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। এলাকার ডাক্তার, মেডিক্যাল পড়ুয়া, ইঞ্জিনিয়ার এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী ও সাংসদ ।

     

     

     

    মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নং ব্লকের লক্ষিজোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন স্বয়ং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী জনাব আখরুজামান মহাশয়।

     

    জানা যায় এদিন লক্ষিজলা এলাকার প্রায় ২৩ জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। যার মধ্যে ছিলেন ডাক্তার,মেডিক্যাল পড়ুয়া,ইঞ্জিনিয়ার পড়ুয়া, ব্যাঙ্ক ম্যানেজার সহ অন্যান্য বিভাগের কৃতি ছাত্র ছাত্রীরা।

     

     

     

    আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর ,সাংসদ খলিলুর রহমান,বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ আলহাজ্ব ইসহাক মাদানী,রঘুনাথগঞ্জ 2 নং তৃণমূল ব্লক সভাপতি সমরুদ্দিন বিশ্বাস,

     

     

    এদিন আখরুজ্জামান মহাশয় বলেন বাম আমলের ৩৪ বছরের শাসনে মুর্শিদাবাদ পিছিয়ে পড়েছিল, বর্তমানে মমতা ব্যানার্জীর উন্নয়নের ফলে মুর্শিদাবাদ আর পিছিয়ে নেই। মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিট সর্বত্রই জেলার নাম উজ্জ্বল করছে মুর্শিদাবাদের ছাত্র-ছাত্রীরা।

     

     

    জনাব খলিলুর রহমান সাহেব বলেন শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। আজ লক্ষিজোলা প্রত্যন্ত গ্রাম হওয়া সত্ত্বেও যেভাবে শিক্ষা এগিয়ে চলেছে তা এক অনন্য দৃষ্টান্ত। এবাং তিনি সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন।

     

     

     

    এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভানেত্রীর প্রতিনিধি তহিদুল ইসলাম, পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মজিবুর রহমান,অঞ্চল তৃণমূল সভাপতি বদিউজ্জামান সহ উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এক গুচ্ছ জন প্রতিনিধি। এই মহতী উদ্যোগকে উপস্থিত হয়ে সাধুবাদ জানিয়েছেন লক্ষিজোলা এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।