|
---|
শেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি,মেদিনীপুর:-
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে যথাযথ মর্যাদায় দেশপ্রেম দিবস তথা ১২৪তম নেতাজী জন্মজয়ন্তী পালিত হলো বৃহস্পতিবার ।নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান, বিদ্যালয়ের সকল মনীষী মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের স্থায়ী সভাপতি শশাঙ্ক কুমার ধল। বাংলা ও সাঁওতালি ভাষায় গান,কবিতা ও বক্তব্য ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে উপস্থাপন করে। সহ শিক্ষক হারাধন সিং নেতাজীর দেশপ্রেমিক হয়ে ওঠার কাহিনী ছাত্র ছাত্রীদের সামনে সুন্দরভাবে তুলে ধরেন ।
প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে দেশপ্রেম বোধ জাগিয়ে তুলতে এ ধরনের অনুষ্ঠান খুব জরুরী।শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ছাড়াও অনুষ্ঠানে পরিচালন সমিতির সদস্য ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন । প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্র ছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । বিদ্যালয়ের সহশিক্ষিকা আল্পনা ভুঁইঞা সমগ্র অনুষ্ঠানটি নিজের সুললিত কণ্ঠে ও সুমধুর বাচনভঙ্গিতে সঞ্চালনা করেন।