|
---|
ফাতেহা ইয়াজ দাহম উপলক্ষে জলসা বীরভূমের রাজনগরে।
নতুন গতি, আরশাদ, বীরভূম: ফাতেহায় ইয়াজ দাহুম উপলক্ষে রবিবার রাত্রে বীরভূমের রাজনগরের বড়বাজারে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় জলসা। আশিকানে গৌসুল ওয়ারা কমিটির পরিচালনায় ‘জসনে গৌসুল ওরা কনফারেন্স’ অনুষ্ঠিত হলো। আরবি ৫৬১ হিজরীতে বড়পীর আব্দুল কাদের জিলানী ইহলোক ত্যাগ করেন। এই দিনটিকে স্মরণ করে ফাতেহা-ই-ইয়াজ দাহম পালিত হয়। এই উপলক্ষে জলসার আয়োজন করা হয় এদিন। রাজনগরে এই ইসলামিক জলসায় উপস্থিত ছিলেন পীরসাহেব সৈয়দ মাখমুর জামি, পীরসাহেব সৈয়দ সাইফুল হোসেন বুখারী, মাওলানা শামসুল হক, হাফেজ শোওকত আলি সহ অন্যান্যরা। মাওলানা শামসুল হক জানান ইসলামিক চিন্তাধারা এবং আব্দুল কাদির জিলানির বাণী সাধারণের মধ্যে তুলে ধরাই এই জলসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। যাতে মানুষ সঠিক রাস্তায় চলতে পারে।