১৫০ কিমি গতিতে মাঠ কাঁপালেন কাশ্মীরের সবজি বিক্রেতার ছেলে “উমরান, প্রতিক্রিয়া দিলেন পিতা

নতুন গতি, ওয়েব ডেস্ক : আমাদের মতো গরিব মানুষদের কাছে এটা কম পাওনা নয়’, উমরানের IPL অভিষেক নিয়ে প্রতিক্রিয়া তাঁর সবজি বিক্রেতা পিতার উমরান মালিকের আইপিএল অভিষেকের দিন খুশিতে কেঁদে ভাসান তাঁর বাবা-মা। ‘আমাদের মতো গরিব মানুষদের কাছে এটা কম পাওনা নয়।’ সানরাজার্স হায়দরাবাদের তরুণ পেসার উমরান মালিকের বাবা আব্দুলের এই কথাতেই স্পষ্ট ধরা পড়ে ছেলের জন্য গর্বিত হওয়া মনোভাব। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক হওয়ার মুহূর্তে উমরানের বাবা-মায়ের চোখ খুশিতে ভিজে যাওয়াই যে স্বাভাবিক, সেটা বোঝা যায় তাঁদের পারিবারিক পরিস্থিতির দিকে তাকালেই।

     

    সংসার চালাতে উমরানের বাবা ফল ও সবজি বিক্রি করেন। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক উমরানের। ছেলের স্বপ্ন পূরণে কখনও বাধা হয়ে দাঁড়াননি দারিদ্রের সঙ্গে লড়াই চালানো আব্দুল। বরং, India Today-কে তিনি স্পষ্ট জানালেন, ছেলেকে সবসময় সমর্থন করেছেন তাঁরা। সঙ্গে তাঁদের একটা ইচ্ছার কথাও জানিয়েছেন আব্দুল। তিনি স্বপ্ন দেখেন, ছেলে কোনও একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

     

    আব্দুল বলেন, ‘৩ বছর বয়স থেকেই ছেলের ক্রিকেটের প্রতি ঝোঁক। ও সবসময় স্বপ্ন দেখে পেশাদার ক্রিকেটার হওয়ার। রবিবার ও সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে সুযোগ পাওয়ায় আমরা সবাই খুব খুশি। আমরা টেলিভিশন ছেড়ে এক মুহূর্তের জন্যও উঠিনি। আমার ও আমার স্ত্রী’র চোখে খুশির জল ছিল। আমার ছেলে কঠোর পরিশ্রম করে। আমরা সবসময় ওর পাশে থাকি। আশা করি একদিন টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবে ও।’

     

    উমরানের বাবা আরও বলেন, ‘এটা আমাদের কাছে কম পাওনা নয়। আমরা খুবই গরিব পরিবারের। সংসার চালাতে আমি ফল ও সবজি বিক্রি করি। আমার ছেলে আমাদের গর্বিত করেছে। আমাদের খুশির সীমা নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার ছেলে এভাবেই কেরিয়ারে উন্নতি করতে থাকুক।’