পিতৃ পক্ষের অবসানের সাথে মাতৃ পক্ষের শুভ সূচনা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
হাতে গোনা আর মাত্র কয়েটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। শরতের শিশিরে ভেজা কাশ ফুলের বাহারি মৃদুমন্দ বাতাসে ভেসে আসা আগমনীর সুর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চেনা মহালয়ার সূর জানিয়ে দেয় মায়ের আগমনী বার্তা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মায়ের আগমনীতে দুঃক্ষ বিবাদ ভূলে জাতির কল্যাণে মায়ের পাদপদ্মে মনের জোরে একত্রিত হওয়ার যে প্রবণতা, সত্যি ভুলবার নয়। বিশেষ করে গাঙ্গেয় সুন্দরবন অঞ্চলে ঘটে যাওয়া মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয় আইলা,বুলবুল,ফণি, ইয়াসের কথা সবার জানা। প্রাকৃতিক বিপর্যয়ে সর্বস্ব খোয়ানো মানুষদের মায়ের আশীর্বাদ নেওয়ার কার্পণ্যে একটুও খামতি নেই।

    অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার পরেও মায়ের আগমনী তে মনের জোর একেবারে দ্বিগুণ। মায়ের আগমনী অতীতের দুঃখ দুর্দশা ভুলে,নতুন সাজে হিংসা বিবাদকে ভুলে মায়ের আরাধনার নিমিত্তে ব্রতী হতে চিরাচরিত প্রথা এখনো চলে আসছে, একটুও কমতি নেই তাতেও। বাঘ ও কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকা পরিবার গুলি এই পুজোর দিন গুলিতে একত্রিত হন । দুর্গাপূজার প্রাক্কালে কেমন আছে আইলা বুলবুল আম্ফান প্রাকৃতিক বিপর্যয়ের পর সুন্দরবনবাসী!