তৃতীয়বার শপথ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের, সাথে শপথ নেন জাকির হোসেন এবং আমিরুল ইসলাম

নতুন গতি নিউজ ডেস্ক: তৃতীয়বার বিধায়ক পদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গেই শপথ বাক্য পাঠ করানো হয় জঙ্গিপুর ও সাংশেরগঞ্জ কেন্দ্রের দুই বিধায়ককে। শপথ নেন জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। তৃতীয়বারের মতো বিধায়ক পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিরাপদ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত থাকলেন বিজেপি বিধায়করা। তবে বিজেপি বিধায়ক হিসেবে উপস্থিত ছিলেন কেবল মাত্র মুকুল রায়।

    পুজোর পরে ফের উপনির্বাচন। আরও ৫ কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম খড়দহ। কারণ সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।