|
---|
সজল দাশগুপ্ত, : আবারও সোনা জয় ভারতের। সোনা জিতে এশিয়ান গেমসে রেকর্ড সৃষ্টি করলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন অবিনাশ সাবলে। এশিয়ান গেমসে প্রথমবার অ্যাথলেটিকসে ভারতকে সোনা এনে দিলেন তিনি। এবারে এশিয়ান গেমসে প্রথম থেকে ভারতীয় প্রতিযোগীরা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এই সোনা জয়ের ফলে ভারতের এবারে এশিয়ান গেমসে এখনো পর্যন্ত মোট সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১২।