|
---|
সংবাদদাতা,খড়িবাড়ি : শুক্রবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর -২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাড় খড়িবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ, তথা ৩৮ নং জেলা পরিষদের প্রার্থী একেএম ফারহাদ, বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সাহাবুদ্দিন আলি, ইফতেখার উদ্দিন, রবিউল ইসলাম,আসাদ আলী, মোস্তারী বিবি, রাজ্জাক মল্লিক,,আজমিরা বিবি,রউপ,তপন মুখার্জি, সেকেন্দার আলী, দীপু,খোকন প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থীরা এলাকার মানুষের কাছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান রাখে। তাদের কথায় এলাকার উন্নয়ন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছানই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হবে বলে জানায়।