ঐতিহাসিক ইসালে সওয়াবে আগত মুরিদদের জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের মানবিক প্রয়াস

সেখ আরাফত আহমেদ, ফুরফুরা: স্বাধীনতা সংগ্রামী , যুগসংষ্কারক পীর আবু বকর সিদ্দীকি(রহঃ)এঁর প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াবের প্রথম দিনে ফুরফুরা দরবার শরীফে লক্ষ, লক্ষ ভক্ত ও মুরীদ গনের জনপ্লাবন।আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পরিচালনায় ইসালে সওয়াবে আগত ভক্ত ও মুরীদগনের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্প, বিপর্যয় মোকাবিলা কেন্দ্র, অনুসন্ধান কেন্দ্র এবং আনুষঙ্গিক জরুরি পরিষেবা কেন্দ্র খোলা হয়।


    সংগঠনের সহ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দীকি বলেন যে ইসালে সওয়াবে আগত অতিথি ও ভক্ত গনের সুবিধার্থে আমরা সদা তৎপর কোনরকম অসুবিধা হলে ফুরফুরা শরীফ আহলে সু্ন্নাতুল জামাতের ” সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন।এছাড়াও আপাতকালীন পরিষেবার জন্য ২৪ ঘন্টা এ্যম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং যে কোন সমস্য সমাধানের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করলে উপযুক্ত পরিষেবা প্রদান করা হবে 9088818041/8116945577