সিমেন্টের বস্তার গোডাউনের ভিতর থেকে ৩৫ টি বিষধর গোখরো সাপের বাচ্চা ও বেশকিছু সাপের ডিম উদ্ধার

মালদা: মালদা শহরের আম বাজার সংলগ্ন এলাকার এক পরিত্যক্ত সিমেন্টের বস্তার গোডাউনের ভিতর থেকে ৩৫ টি বিষধর গোখরো সাপের বাচ্চা ও বেশকিছু সাপের ডিম উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার ।

    সোমবার দুপুরে গোডাউনের এক শ্রমিক ভোলা সাহার কাছ থেকে খবর পেয়ে ওই ৩৫ টি সাপ উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, এই সাপগুলো কে কোনও গভীর জঙ্গলে ছেড়ে দেবেন। গোডাউনের শ্রমিক ভোলা সাহা জানিয়েছেন, এদিন সকালে ওই পরিত্যক্ত গোডাউনে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল সে সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকটি সাপ ঘোরাফেরা করছিল। ফলে রীতিমতো আতঙ্কে ছিলেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদার কে। নিতাই হালদার এদিন দুপুর বেলায় ছুটে আসেন এবং ৩৫ টি সাপ উদ্ধার করেন ও বেশকিছু সাপের ডিম উদ্ধার করেন। নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপগুলোকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপ গুলো কে আজ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই সাপ গুলি হল বিষাধর গোখরোর বাচ্চা।