|
---|
১২ জুলাই, সেখ সামসুদ্দিন : গৌরীপুর শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমে রথযাত্রার শুভ সূচনা করেন সিঙ্গারকোন রামকৃষ্ণ মিশন আশ্রমের শ্রীশ্রী মুক্তানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন নিমো ১ পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত, পরিচালন অসিত দাস, রঞ্জিত দাস, সুজিত দাস, জয়দেব গোসাই সহ গোপাল আশ্রমের ভক্তবৃন্দ। এখানে এলাকার ২৬ জন দুঃস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও ২০০ জনকে মাস্ক দেওয়া হয় এবং প্রায় হাজার দুয়েক ভক্ত প্রসাদ ভোগ গ্রহণ করেন। কোভিড বিধি মেনে আশ্রম চত্বরের মধ্যেই রথের চাকা গড়িয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে। উল্লেখ্য এখানে রথে ঘোরেন গোপালজী, সঙ্গে থাকেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এখানে রথ মাসীর বাড়িতে থেকে আশ্রম থেকে শুরু করে আশ্রমেই ফিরে আসেন। উল্টো রথে একই রীতি মেনে রথ চালানো হয়। আশ্রমের পরিচালন সদস্যরা জানান কোনো সহৃদয় ভক্ত বা ভক্তবৃন্দ সহায়তার হাথ বাড়ালে আশ্রমটি প্রাচীর দিয়ে ঘিরতে পারেন ও প্রবেশ পথটিও ঢালাই করার চেষ্টা নেওয়া হবে বলে জানান সভাপতি অসিত দাস।
তিনি আরও জানান ভবিষ্যতে বাচ্চাদের কোচিন, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার প্রচেষ্টায় আছেন।