কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হোগলা গ্ৰামে তিনটি স্বনির্ভর গোষ্ঠীকে ৬৩ টি ছাগল বিতরণ

নতুন গতি  রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বিভিন্ন দপ্তরের সমন্বয় ও সংযুক্তির মাধ্যমে সার্বিক উন্নয়নের প্রচেষ্টার একটি দৃষ্টান্ত স্থাপিত হল কাটোয়া ২নং ব্লকে। মহাত্মা গান্ধী জাতীয় গ্ৰামীণ কর্মসংস্থান সুনিশ্চিত করন প্রকল্প, স্বনির্ভর দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে সংযুক্ত করে স্বনির্ভরতার লক্ষ্যে কাটোয়া ২নং ব্লক ও জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে জগদানন্দপুর পঞ্চায়েত এলাকার হোগলা গ্ৰামে স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রায় ৮৫০ বর্গ ফুট পাকা বিজ্ঞান সম্মত পরিকল্পনায় ছাগলের ঘর তৈরী করে দেওয়া হয়েছে। এই কেন্দ্রটি তৈরি করতে আনুমানিক ৫৩৯৯৮৮ টাকা খরচ হয়েছে। আজ কাটোয়া ২নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিভাগের উদ্যোগে ও কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হোগলা গ্ৰামে তিনটি স্বনির্ভর গোষ্ঠীকে ৬৩ টি ছাগল বিতরণ করে ঐ কেন্দ্রটি স্বনির্ভর গোষ্ঠী গুলির ব্যবহারের জন্য সুযোগ করে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী, কাটোয়া ২নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা, জগদান্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জী সহ অন্যান্যরা। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিষ্ঠা সহকারে এই পরিকাঠামো ব্যবহার করে সত্যিকারের স্বনির্ভর হবার আবেদন রাখেন। কাটোয়া ২ ব্লক এর বিডিও শমীক পাণিগ্রাহী জানান যে, এই ধরনের প্রকল্পের ফলে মহিলাদের আয় নিশ্চিত ভাবে বাড়বে এবং এই গোষ্ঠী গুলি সফল হলে ব্লকে এইরকম বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে আরো অনেক গোষ্ঠীর মহিলাদের এই সুবিধার আওতায় আনা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আপ্লুত এবং তারা এই সরকারি উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।