|
---|
সেখ সামসুদ্দিন : ২৯জুলাই,মণিপুরের ঘটনায় অগ্নিগর্ভ দেশ । দেশ জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। আজ তাতে সামিল হলো পূর্ব বর্ধমানের জামালপুর। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মণিপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করা হয় জামালপুর পুল মাথা থেকে জামালপুর বাসস্ট্যান্ডের কাছে সিধু কানু মূর্তির কাছ পর্যন্ত। সেখানে প্রতিবাদ স্বরূপ একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, আই এন টি টি ইউ সির সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, মহিলা নেত্রী মিঠু মাঝি, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, এস টি সেলের নেতা তারক টুডু সহ অন্যান্যরা। প্রত্যেক বক্তা আজ তাঁদের বক্তব্যে মণিপুরের ঘটনার তীব্র সমালোচনা করেন। কেন্দ্র সরকারকে ধিক্কার জানান।দোষীদের শাস্তি চান। সকলেই বলেন ২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিজেপি সরকারকে সমূলে উৎপাটন করে নবগঠিত ইন্ডিয়া জোটকে কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে। মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মেলান ও প্রতিবাদে সামিল হন। রামনাথপুরের রিনা দলুই নামে এক প্রতিবন্ধী মহিলাও এই প্রতিবাদে শামিল হন।