|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে সাঁকো অঞ্চলের কুলগড়িয়াতে কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। এলাকার বড়মুড়িয়া গ্রামের কংগ্রেস নেতা মহাদেব বাগ, উজ্জ্বল মল্লিক, চঞ্চল মণ্ডল, রফিক মল্লিক ও শেখ মেহেরাজ এর নেতৃত্বে কুলগড়িয়াতে ওই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন গলসি ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শ্রী অসীম দত্ত, ব্লক নেতা শেখ হাফিজুর রহমান, শেখ বাবলু, শেখ আরিফুল্লা, মোবারক হোসেন মন্ডল, নির্মল বাগ সহ অনেকে। ব্লক সভাপতি অসীম দও ওই কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, গলসি গ্রামপঞ্চয়েতের পাশাপাশি সাঁকে গ্রাম পঞ্চায়েতে তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন। এখানে তাদের প্রার্থীর কাছে সাঁকো গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ আলি পরাজিত হয়েছেন। তাছাড়া অসীম দত্ত বলেন, বিজেপি শাসিত মনিপুরে আদিবাসী মহিলাদের বিবস্ত্র বা নগ্ন করে প্রকাশ্য দিবালোকে হাঁটিয়ে গণধর্ষণ করা হয়েছে। যাতে মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এসেছে। যা নিয়ে বিশ্ব এখন তোলপাড়। একবিংশ শতাব্দীর সভ্য সমাজের শুভ বুদ্ধি সচেতন মানুষের কাছে এটি চরম লজ্জা জনক ঘটনা। বিজেপির বি টিম তৃণমূলের বাংলা তেও একই ঘটনা ঘটছে। তাই খুন, সন্ত্রাস, ঘৃণা, হিংসা ও ধর্মীয় বিভাজনের নোংরা রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসেকে দেশ ও রাজ্যে প্রয়োজন। তাই রাজ্য ও দেশের মানুষ তাদের সমর্থন করছেন।