|
---|
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকাতে শনিবার সাত সকালে রাস্তার ধারের পাশের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনা খবর এলাকার বাসিন্দারা গঙ্গারামপুর থানায় জানালে গঙ্গারামপুর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর থানায়। জানা গেছে, উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনুমানিক বয়স(৬০)।এরপর পরবর্তীতে ময়না তদন্তের জন্য দেহটি বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহের নাম পরিচয় জানার চেষ্টা শুরু করেছে ।