|
---|
পারিজাত মোল্লা : শনিবার কলকাতার পিয়ারলেস ইন হোটেলের এক সভাগৃহে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়।’অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর তরফে এই সংবর্ধনা সভা হয়। এই সংবর্ধনা প্রদান সভায় উপস্থিত প্রাক্তন ডিজিপি তথা মানবাধিকার কমিশনের সদস্য নপরাজিতা মুখার্জি, সন্তোষ ভগত ( ‘র’ এর প্রাক্তন অধিকর্তা ),গৌতম দে ( প্রাক্তন অধিকর্তা, আইসিসিআর),অনুরাধা দাসগুপ্ত ( অধ্যক্ষা, চারুচন্দ্র কলেজ)ড, রোযারিও (শিক্ষাবিদ), কলকাতা হাইকোর্টের আইনজীবী সুরঞ্জন দাসগুপ্ত, কল্লোল গুহঠাকুরতা,সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ,কল্যাণ চক্রবর্তী, প্রমুখ। আইনজীবী চন্দ্রশেখর বাগের উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই সভা শুরু হয়। চলতি বছরের ৩ জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হিসাবে অবসরগ্রহণ করেন বিচারপতি সুব্রত তালুকদার।২০১২ সালের আগে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী হিসাবে ছিলেন তিনি।এরপর ২০১৩ সালের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে যোগ দেন তিনি।এরপর ২০১৬ সালে স্থায়ী বিচারপতি হয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদার।পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হিসাবে তাঁর রায়দান শুধু রাজ্য নয়, সমগ্র দেশজুড়ে আলোচিত হয়। চলতি বছরের ৩ জুলাই তিনি অবসরগ্রহণ করেন। বিচারপতি পদে আসার আগে তিনি সর্বভারতীয় ইংরেজি কাগজগুলিতে সাংবাদিকতা করেছেন। তাঁর অভিনয় চর্চাও রীতিমতো প্রশংসনীয় হাইকোর্টের আইনমহলে।বিশেষত হাইকোর্টের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরিত্রে তাঁর অভিনয় এখনও অনেক আইনজীবীর স্মৃতিপটে জীবন্ত।এদিন বিচারপতি সুব্রত তালুকদার বক্তব্য পেশে জানান -” নিম্ন আদালতের বিচারকেরা নানান পরিকাঠামোগত বেহাল অবস্থায় থেকেও বিচারদান সচল রেখেছেন। তাঁরা সাধুবাদ যোগ্য”। কলকাতা হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন জানান -” আমরা আইনজীবী হিসাবে সওয়াল-জবাব পর্বে উনার কাছে অনেক কিছু শিখেছি”। এদিন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” বিচারপতি সুব্রত তালুকদার একজন জনগণের বিচারপতি। এই বিচারপতি কে সাধারণ মানুষদের উপকারের জন্য রাজ্য সরকারের উদ্যোগ নেওয়ার আর্জি রাখছি”। প্রসঙ্গত, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের তরফে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, একদা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কে সংবর্ধনা প্রদান সভা আয়োজন করা হয়েছে।