মাসিক কোনো লজ্জার নয় মাসিক হল একটি নারীর পরিচয় তাই মাসিক নিয়ে আর গোপনীয়তা নয় এখন থেকে ভাঙতে হবে সব ভূল ভ্রান্তি ভয়

দক্ষিণ ২৪ পরগনা: নুরুদ্দিন:অতঃপর সেই লজ্জা, সংকোচ, ভয় কাটাতে এবং মাসিককালীন পুষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলির সুস্পষ্ট ধারনা দিতে আজ নিবোধত কার্য্যালয়ে প্রতিষ্ঠানের 14-16 বছর বয়সী 23জন স্পন্সর কিশোরীর এবং তাদের মায়েদের উপস্থিতিতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিষয়বস্তুর নিরিখে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট স্বাস্থ্যকর্মী রাখী রায়(ডায়মন্ড হারবার)। শুধু মৌখিক আলোচনা না, প্রজেক্টরের মাধ্যমে প্রতিটি বিষয় অডিও ভিডিও সহযোগে দেখানো হয়। আলোচনার শেষে প্রত্যেক কিশোরী এবং তাদের মায়েদেরকে একটি করে স্যানিটারী ন্যাপকিন উপহার দেওয়া হয়। যে ন্যাপকিনগুলি স্পনসর করেন – কৃষ্ণচন্দ্রপুর FP স্কুলের শিক্ষিকা ঋতু পাইক ঘরামী এবং রায়দিঘী হসপিটালের ল্যাব টেকনিশিয়ান পূজা প্রামানিক।

    অংশগ্রহণকারী প্রত্যেকটি কিশোরী ও তাদের মায়েরা আলোচনান্তে বলেন – মাসিক সংক্রান্ত অনেক বিষয় তাদের কাছে অজানা ছিল। আজ জানতে পেরে তারা ভীষন খুশি। শুধু তাই নয় তাদের অনেক বদ্ধ ধারনার পরিবর্তন হয়েছে।

     

    এছাডাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক গোরাচাঁদ মণ্ডল, সদস্য সুদীপ মণ্ডল, শিক্ষিকা রীনা হালদার ও অর্পিতা ঘোষ।

     

    রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট!