|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৬ ই সেপ্টেম্বর বৃহস্পতিবারদিনকে রালায় নিখোঁজ হওয়া মৃতঅশিকুলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি মাননীয় খালিলুর রহমান মহাশয় এদিন বেলা ২ টো নাগাদ সাগরদিঘীর কাবিলপুর মথুরাপুর গ্রামে অশিকুলের নিজ বাস ভবনে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহযোগিতা করেন তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সব রকম পাশে থাকার আশ্বাস দেন সাংসদ খলিলুর রহমান।
উল্লেখ্য গত ১০ই সেপ্টম্বর শনিবার খোঁজ মেলে কেরলায় মৃত অবস্থায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আশিকুল ইসলামের। তার তিন দিন আগে আশিকুল এর হত্যাকারী পরেশ মন্ডল কে মুম্বাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে আশিকুলের নিখোঁজ রহস্য। সে স্বীকার করে তারাই তাকে হত্যা করে গর্তের মধ্যে পুঁতে ঢালাই করে দিয়েছে। পুলিশ এসে দ্রুত মৃত আশিকুল এর পচা লাশ উদ্ধার করেন এবং পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়। কেরলে পুলিশের তৎপরতায় নিখোঁজ অশিকুলের লাশটি মুর্শিদাবাদ তার এলাকা সাগরদিঘীর কাবিলপুর মথুরাপুর গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং সেখানেই তার জানাজার কাজ সুসমম্পন্ন হয়।